Comments

ভয়েস মেসেজ সুবিধা চালু করল লিংকডইন








ব্যবহারকারীদের বিস্তারিত তথ্য আরো ভালোভাবে সবার কাছে তুলে ধরার সুযোগ
দিতে ভয়েস মেসেজ সুবিধা চালু করেছে লিংকডইন। ফিচারটি কাজে লাগিয়ে
স্মার্টফোন থেকেই নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরাসরি ৬০ সেকেন্ডের
অডিও বার্তা পাঠানো যাবে। পেশাজীবীদের সামাজিক যোগাযোগের সাইটটিতে থাকা
মাইক্রোফোন আইকনে ক্লিক করে ভয়েস মেসেজ রেকর্ড করা যাবে। রেকর্ডের সময় কোনো
ভুল হলে চাইলে আবার নতুন করে ধারণ করা যাবে। ফলে নির্দিষ্ট ব্যক্তি বা
প্রতিষ্ঠানের কাছে আলাদাভাবে নিজের তথ্য পাঠানো আগের তুলনায় সহজ হবে। চলন্ত
অবস্থায় আকারে বড় বার্তা লেখার হাত থেকে রক্ষা করতেই এ উদ্যোগ, জানিয়েছেন
লিংকডইনের ঊর্ধ্বতন পণ্য ব্যবস্থাপক জ্যাক হেন্ডলিন। উল্লেখ্য, লিংকডইনে
বিভিন্ন তথ্যের পাশাপাশি ভিডিও ও ফাইল যুক্ত করা যায়। শুধু তা-ই নয়,
‘শিডিউলার’ ফিচার কাজে লাগিয়ে নিয়োগকারী এবং চাকরিপ্রার্থী উভয়েই
সাক্ষাৎকারের জন্য একে অপরের সুবিধাজনক সময় সম্পর্কে আগে থেকেই জানতে
পারবেন।







 সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Post a Comment

0 Comments