Comments

সন্তানের শিক্ষায় সুদের টাকা ব্যয় জায়েয কি?


আসসালামু আলাইকুম। আমার
প্রশ্ন হলো সন্তানদের ভালো স্কুল-কলেজে পড়ানোর স্বার্থে আমরা কি ব্যাংকের
সুদের টাকা খরচ করতে পারবো? এক্ষেত্রে ইসলামের অবস্থান কী?








জবাবঃ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী
শরীয়তের বিধান অনুসারে ব্যাংক থেকে আপনি যে সুদ পান, তা আপনার সম্পদ নয়। যা
আপনার সম্পদ নয় তা আপনাকে অবশ্যই দান করে দিতে হবে এবং এর থেকে আপনি
ব্যক্তিগত কোনো চাহিদা পূরণে খরচ পারবেন না। 


সন্তানের শিক্ষাও আমাদের ব্যক্তিগত খাবার ও পোশাকের মত চাহিদা। সুতরাং, এক্ষেত্রেও সুদের অর্থ খরচ করা যাবে না।


আল্লাহই উত্তম জ্ঞানের অধিকারী।


জবাব প্রদান করেছেন ড. মনজের কাহফ, লেকচারার, ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিকস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

Post a Comment

0 Comments