Comments

ই-ক্যাবের নতুন কার্যনির্বাহী পরিষদের ৯ জন নির্বাচিত


 



ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২০-২১ ও ২১-২২
মেয়াদের কার্যনির্বাহী পরিষদের ৩য় দ্বি-বার্ষিক নির্বাচনে প্রাথমিকভাবে
নির্বাচিত হলেন ৯ জন প্রার্থী।  শনিবার নির্বাচন বোর্ডের ৭ম সভায় নতুন
কমিটির পরিচালকদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. নজরুল
ইসলাম খান। এ সময় নির্বাচন বোর্ডের সদস্য এএইচএম বজলুর রহমান উপস্থিত
ছিলেন।



ঘোষণা অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ধানসিঁড়ি কমিউনিকেশন
লিমিটেডের শমী কায়সার, কমজগৎ টেকনোলজিসের মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল,
অর্পন কমিউনিকেশসন লিমিটেডের মোহাম্মাদ আব্দুল হক, হাউজ ডি আর্ক লিমিটেডের
মোহাম্মাদ সাহাব উদ্দিন, রেভারি করপোরেশন লিমিটেডের নাসিমা আক্তার,
সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল) আশীষ চক্রবর্তী, ব্রেকবাইটের আসিফ আহনাফ,
ডিজিটাল হাব সল্যুশনস লিমিটেডের মো. সাইদুর রহমান ও চালডাল লিমিটেডের জিয়া
আশরাফ।



নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচিত পরিচালকদের মধ্যে পদ বণ্টন অনুষ্ঠিত হবে।

Post a Comment

0 Comments