Comments

আপনার ওয়েব ডেভেলপার আপনাকে ভয়ংকর ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছেনাতো?

 আপনার ওয়েব ডেভেলপার আপনাকে ভয়ংকর ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছেনাতো?



লক্ষ্য টাকার E- Commerce বিজনেস এর জন্য ওয়েবসাইট তেরীর বাজেট রেখেছেন মাত্র ৪/৫ হাজার টাকা? খাল কেটে কুমির টেনে আনছেন নাতো?
আচ্ছা ভেবে দেখুনতো যেখানে শুধু ডোমেইন & হোস্টিং কিনতে এক বছরের জন্য খরচ হয় ১৫০০ থেকে ২০০০ টাকা নুন্যতম, একটা থিম বা স্ক্রিপ্ট এর মূল্য থাকে ৪০০০-৫০০০ টাকা তাহলে একটা ওয়েবসাইট তৈরী করার জন্য শুধু মেটেরিয়ালই লাগছে এরাউন্ড ৬০০০ টাকা তারপর সাইট কাস্টমাইজ/ ডেভেলপমেন্ট খরচ রয়েছে, সেখানে ইনটোটাল ৫০০০ টাকাতে আপনার ওয়েব ডেভেলপার কিভাবে আপনাকে ওয়েবসাইট দিচ্ছে?
তাহলে যেই ডেভেলপাররা এমন লোভনীয় ওফার দিয়ে আপনাদের ফাঁদে ফেলছে তারা কি দিচ্ছে?
সেই সকল ডেভেলপাররা নাল বা ক্রাকড স্ক্রিপ্ট ব্যবহার করে প্রি মেইড কোন একটা ওয়েবসাইট বারবার বিভিন্ন জনের কাছে সেল দিচ্ছে।
আমারা সাধারণ মানুষ যাদের ডেভেলপমেন্ট এর এই টেকনোলোজি নিয়ে ৫% ও ধারনা নেই তাই না বুঝেই এই ফাঁদে পা দিয়ে নিজেদের ক্ষতি ডেকে আনছি, আসেন নাল বা ক্রাকড স্ক্রিপ্ট কি তা সহজ করে বুঝায়, ধরুন আপনি রাস্তায় একটি তালা কুড়িয়ে পেলেন এবং বাড়িতে এসে মহা খুশিতে সেই তালা দিয়ে আপনার গুরুত্বপূর্ণ কোন জিনিস তালা বন্ধ করে রাখলেন, আচ্ছা সেই তালার চাবি যে অন্য কারর কাছে নেই সেটা আপনি সিউর হতে পারবেন? সেই তালা দিয়ে আপনার গুরুত্বপূর্ণ কোন জিনিস তালা বন্ধ করা কি বুদ্ধিমানের কাজ হবে?
ঠিক ব্যাপারটা এইরকম নাল স্ক্রিপ্ট হচ্ছে সেই পরে পাওয়া তালা, যা আপনি বব্যহার করলেন ঠিকই কিন্তু চাবি অন্য কারর কাছে, যা দিয়ে খুব সহজেই আপনার ওয়েবসাইট এর সকল তথ্য চুরি ও হ্যাক করা যাই, যার ফলে খুব সহজেই আপনার ওয়েবসাইট এর নিয়ন্ত্রন এবং নিরাপ্ততা হারাবেন।
আবার সেই সকল ডেভেলপার বলবে যে আপনাকে লাইফটাইম সাপোর্ট ও দেবে, এবার ধরুন আপনি একজনের কাছ থেকে একটি তালা নিয়ে ঘরে তালা দিয়ে বাইরে গেলেন, এখন অই তালার যে চাবি তা সেই ব্যক্তির কাছে অবশ্যই আছে, এখন যদি উনি আপনার ঘরের তালা খুলে চুরি করে নেই, পরবর্তীতে আপনি এসে যদি উনাকে ধরেন তবে সে শিকার করবে? আপনার হারানো জিনিস ফিরে পাবেন? কারন আন-অথরাইজড জিনিসের কোন সাপোর্ট হয়না।
তাই আশা করা যাই কোন বুদ্ধিমান মানুষ অন্যের তালা নিজের ঘরে লাগিয়ে রাখবেন না।
ইতি মধ্যেই আসা করি নাল স্ক্রিপ্ট যে কতোটা ভয়ংকর হতে পারে তা বুঝতে পেরেছেন।
তারপর ও নাল স্ক্রিপ্ট এর এর ক্ষতিকর কিছু দিক নিয়ে বলি।
১) আন সিকিউর ওয়েবসাইট।
২) যেকোন সময় ওয়েবসাইট ডাউন হয়ে যাওয়া, সাইট ক্রাশ করা।
৩) আপনার কনফিডেনশিয়াল তথ্য খুব সহজেই চুরি হওয়া।
৪)ক্লাইন্টের তথ্য চুরি হওয়া।
৫) খুব সহজেই আপনার সাইট হ্যাক হতে পারে।
এইগুলো প্রাথমিক ক্ষতিকর দিকগুলো।
তাই বলি একটা সিকিউর, সেফ, প্রফেশনাল ওয়েবসাইট বানাইতে হলে কমপক্ষ্যে ১০০০০ থেকে ১৫০০০ টাকা ডেভেলপমেন্ট বাজেট রাখুন। প্রফেশনাল ডেভেলপার বা কোন এজেন্সি থেকে ডেভেলপমেন্ট করুন।
এছাড়া ও আপনার ওয়েবসাইট তৈরীর পরে নিজেই আপনার ওয়েবসাইট সিকিউর করে নিন, কিছু জিনিস আপনার ওয়েব ডেভেলপার থেকে বুঝে নিন যেমন -
১) এডমিন ইউ আর এল চেঞ্জে করুন /admin না রেখে।
২) ওয়েবসাইট এর ব্যাকআপ নিজের কাছে সগ্রহ করুন।
৩) স্ট্রং credential ব্যবহার করুন।
৪) ssl certificate অন আছে কিনা বুঝে নিন।
৫) ইউজড টেকনোলোজি হাইড করিয়ে নিন।
৬) At least use Ddos, bruteforce & SQL injection attack prevention.
যদি ওয়েবসাইট wordpress এ হয়ে থাকে তবে নিজেই এডমিন প্যানেল থেকে অনেকটা বুঝে নিতে পারবেন। এছাড়া ও অনেক সিকিউরিটি ইস্যু নিয়ে কাজ করতে হয়।
অনেকে বলতে পারেন ভাই আমার সাইট বেশ কিছুদিন ভালোই চলছেতো, তাদের উদ্যেশে বলবো ভাইয়া চুরি একদিনই হয় আর যেদিন সব যায় সেদিনই জিনিসের গুরুত্ব বুঝা যায়।
যখন একটা রানিং সাইট হ্যাক হয়ে যাবে বা ক্রাশ হয়ে যাবে ডাটাবেজ সহ আপনার এতোদিনের কস্টের ফল সেদিন বুঝবেন। আমার ক্ষুদ্র কর্ম জীবনের অভিজ্ঞতাই এমন ভুক্তভূগী অনেককেই দেখেছি।
অনেকে ছোট পরিসরে শুরু করতে চাই কম বাজেটে, তারাই এমন ধোকাতে বেশি পরেন। তাদের উদ্দেশ্যে বলবো শুরু যখন করছেন তখন একটু কষ্ট হলেও ভালোভাবে করুন। কারন তাহলে একটা সময় পর অনেক কষ্টের ফল পাবেন আশা করি কিন্তু কষ্ট করে হারানোর সম্ভবনা খুবই কম।
এছাড়া ও যারা নিজেদের ওয়েবসাইট ডেভেলপ করে ব্যবসা পরিচালনা করছেন তারা নিয়মিত ওয়েবসাইট এর হেলথ স্টাটাস চেক করান প্রফেশনাল ওয়েব ডেভেলপার থেকে। নিজের অনলাইন প্লাটফর্মকে সেফ জোন এ রাখুন।
এছাড়া ও যেকোন ডেভেলপমেন্ট প্রয়োজনে বা কিছু জানার থাকলে বিনা দ্বিধায় প্রশ্ন করুন কমেন্টে অথবা ইনবক্স করুন আমি আমার বেস্ট দিয়ে আপনার উত্তর করার ও সমস্যা সমাধানের চেষ্টা করবো। এই লিখা থেকে যদি একজন ও উপকৃত হন তবে আমার কষ্ট সার্থক।

Your Online Business Partner.

ডোমেইন রেজিঃ করুন মাত্র ৪৯ টাকায়…

.com, .net, .org, .me, .media, domains, .computer, .digital, .ltd, .school, .university, .clinic, .tv, xyz, .help সহ আরো প্রায় ১৫০০ নতুন ডোমেইন পাওয়া যাচ্ছে । স্বল্প মূল্যে আপনার পছন্দের ডোমেইনটি রেজিঃ করার এখনই সুবর্ণ সুযোগ। ৳ ৪৯ টাকার অফারটি শুধুমাত্র ১ম বছরের জন্য ও  বাংলাদেশ সরকার অনুমোদিত কোম্পানি , এনজিও , ফাউন্ডেশন, সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠান এর ক্ষেত্রে প্রযোজ্য।

আমরা যে সকল ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি করে থাকিঃ

✪ কোম্পানীর ওয়েবসাইট                                                            ✪ মুদির দোকান ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪ নিউজ পেপার ওয়েবসাইট                                                        ✪ ট্র্যাভেল এজেন্সি উইথ প্যাকেজ বুকিং সফটওয়্যার

✪  ফ্যাশন হাউসের ওয়েবসাইট                                                    ✪ পয়েন্ট অফ সেল, টিকেট বুকিং সফটওয়্যার

✪  ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট                                                  ✪ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজ্ম ওয়েবসাইট                                         ✪ ব্লাড ডোনেসন ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  বিউটি পার্লার এবং জিমের ওয়েবসাইট                                      ✪ ইনভেন্টরী এন্ড স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  ফাইনেন্সিয়াল এসোসিয়েশন ওয়েবসাইট                                    ✪  গার্মেন্টস ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  ইন্টেরিয়র ডিজাইন কোম্পানী ওয়েবসাইট

আরো জানতে ও সেবা পেতে এখুনি রিসেলার, অফিসে সরাসরি যোগাযোগ করুন।

আকর্ষণীয় কমিশনে রিসেলার দেয়া হচ্ছে…

ন্যানো সুপার টেক পয়েন্ট লিমিটেড

⌂ প্রধান কার্যালয়ঃ উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ nanosupport@lukiye.com

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

Post a Comment

0 Comments