পিন্টারেস্ট কি? কিভাবে Pinterest মার্কেটিং করবেন?

0

পিন্টারেস্ট কি? কিভাবে Pinterest মার্কেটিং করবেন?



আপনি বিজনেসে লিডস সংগ্রহের কথা ভাবছেন?

স্বল্প সময়ে বিজনেস সম্প্রসারণে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে পরিকল্পনা করছেন?

হাবস্পটের রিসার্চ অনুযায়ী পিন্টারেস্টে প্রায় ৪৩৩ মিলিয়ন অ্যাকটিভ ইউজার রয়েছে। এমনটি প্রায় ৮৩% গ্রাহক পিন্টারেস্ট থেকে উপযুক্ত পণ্যের কন্টেন্টে আগ্রহী হয়ে কেনাকাটা করছে। তাই মার্কেটারগণ বিজনেস গ্রোথের ক্ষেত্রে ইফেকটিভ কন্টেন্ট শেয়ারিং মাধ্যমে কাস্টমারকে রিচ করার ক্ষেত্রে পিন্টারেস্টকে বেছে নিচ্ছে। বর্তমানে বিজনেসমূহ ডিজিটালাইজড হয়ে উঠেছে। তাই এই ডিজিটাল যুগে বিজনেসে ওয়েবসাইট অধিক ট্র্যাফিক পেতে,বিজনেসকে গ্রো করতে,লিডস সংগ্রহ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যমের নাম হল পিন্টারেস্ট মার্কেটিং। তাই বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে পিন্টারেস্ট কী? কীভাবে Pinterest মার্কেটিং করবেন এই নিয়ে থাকছে আজকের আলোচনা।

  • পিন্টারেস্ট কি?

অনেকের কাছে নতুন মনে হলেও জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হল পিন্টারেস্ট। এটি এমন একটি মাধ্যম যে মাধ্যমে ইউজারগন এন্টারটেইনমেন্ট, হবি, লাইক বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভিজুয়্যাল কন্টেন্ট শেয়ার করে।

পিন্টারেস্ট ইউজার নিজেদের কন্টেন্টগুলোকে এড করে কিংবা পিন হিসেবে অর্গানাইজ করে রাখে। যা একটি কমন থিম ব্যবহার করে বোর্ড অনুযায়ী ভিজিটরদের সামনে প্রেজেন্ট করে। ফলে অন্যান্য ইউজার নিজেদের আগ্রহ এবং পছন্দের ক্যাটাগরি অনুযায়ী পিন,কিংবা বোর্ডের মাধ্যমে সংরক্ষণ করার মাধ্যমে অন্যান্য ইউজার কনটেন্টসমূহ দেখার পরিপূর্ণ সুযোগ পায়।

আপনি যদি এক্ষেত্রে পিন্টারেস্ট অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই একটি অ্যাকাউন্ট ওপেন করে নিবেন। আপনি সাইন আপ সম্পন্ন করার পর আপনি নিজের কন্টেন্ট যেভাবে আপলোড করতে পারবেন এবং সে সাথে বাকিদের কন্টেন্ট আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। আপনি এই মাধ্যমটির সর্বাধিক ব্যবহার করতে চাইলে আপনার বিজনেস সম্পর্কিত কন্টেন্টগুলো এই প্ল্যাটফর্মে পিন করে রাখুন। আপনি যে পণ্যটি খুঁজছেন তা আপনি পিন্টারেস্ট ব্রাউজারে সেট করে রাখুন।

বিজনেসের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে এঙ্গেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই বিজনেস সম্প্রসারণের লক্ষ্যে আপনার বন্ধুবান্ধব এবং আপনার কম্পিটিটরদের পোস্টে লাইক,কমেন্ট করুন এবং আপনার পিনগুলো রি-পিন করে আপনার ব্লগ কিংবা ওয়েবসাইটে শেয়ার করুন।

তবে জেনে রাখা দরকার যে, পিন্টারেস্ট এ পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট রয়েছে। তাই আপনি যদি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট চালু করেন তাহলে আপনি বেশ কিছু ফিচার যেমন পিন্টারেস্ট অ্যানালাইটিক্স, ভিজুয়্যাল সার্চ টুল, ভিডিও প্লেয়ার এবং পিন্টারেস্ট এড নামক ফিচার ব্যবহার করার পরিপূর্ণ সুযোগ পাবেন। যা এই প্লাটফর্মের মার্কেটিংয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিবে।

  • কীভাবে পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট খুলবেন?

আপনি যদি পিন্টারেস্টের মাধ্যমে আপনার বিজনেসের পরিধি বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। বিজনেস অ্যাকাউন্ট ওপেন করার মাধ্যমে আপনি খুব সহজে আপনার বিজনেস অ্যাকাউন্টে পিন্টারেস্ট অ্যানালাইটিক্স থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মার্কেটিং ফিচারগুলো ব্যবহারের সুযোগ পাবেন। তবে আপনি যদি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টটিকে বিজনেস অ্যাকাউন্ট এ পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পূর্ববর্তী অ্যাকাউন্ট এর কোন কন্টেন্ট না হারিয়ে তা সরাসরি করতে পারবেন।

পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে নিম্নোক্ত লিংকে ক্লিক করতে হবে

www.pinterest.com

সেখানে গিয়ে নিজের ব্যক্তিগত ইনফরমেশন শেয়ারের মাধ্যমে আপনি খুব সহজে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। বিনামূল্যে আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুললেও আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট পরিচালনা করতে চান এবং সে অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি যদি আপনার বিজনেস এড রান করতে চান সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত পরিমাণ অর্থ খরচ করতে হবে। সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট পেমেন্ট ম্যাথড সিলেক্ট করে আপনি আপনার পেমেন্ট সম্পন্ন করে পিন্টারেস্টে বিজনেস এড রান করতে পারবেন।

  • কীভাবে পিন্টারেস্টকে মার্কেটিং টুলস হিসেবে ব্যবহার করবেন?

সামান্য কিছু উপায়ে আপনি চাইলে পিন্টারেস্টকে ব্যবহারের মাধ্যমে বিজনেস ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। পিন্টারেস্টকে মার্কেটিং টুলস হিসেবে ব্যবহারের ফলে বিজনেস প্রতিষ্ঠানসমূহ কীভাবে বেনিফিটেড হতে পারে চলুন জেনে নেওয়া যাক –

১.কন্টেন্ট পোস্ট-

প্রায় ৮৫% পিন্টারেস্ট ব্যবহারকারী প্রতিদিন নতুন ভিজুয়্যাল কন্টেন্ট তৈরি করে। কারণে মাধ্যমে ব্লগ থেকে শুরু করে ভিজ্যুয়াল কন্টেন্টসমূহকে প্রাধান্য দেওয়া হয়। তাই আপনি পিন্টারেস্ট এর মাধ্যমে মার্কেটিং করতে চাইলে একটি বিজনেস অ্যাকাউন্ট ওপেন করে আপনি আপনার পিন, বোর্ড ক্রিয়েট করে কাস্টমার ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট এর ভিজুয়্যাল কন্টেন্ট আপনি পোস্ট করতে পারেন।

থিম, ক্যাটাগরি অনুযায়ী কাস্টমারদের টার্গেট করে আপনি প্রোডাক্ট সম্পর্কিত কন্টেন্ট পোস্ট করতে পারেন। খুব সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত টার্গেটি কাস্টমারদের রিচ করার ক্ষেত্রে পিন্টারেস্ট হয়ে উঠতে পারে বেশ কার্যকর একটি মাধ্যম। আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন বোর্ড ক্রিয়েট করতে পারেন। যা কাস্টমারদের খুব সহজে কাঙ্ক্ষিত প্রোডাক্ট খুঁজে পেতে সাহায্য করবে।

২.কমিউনিটি বিল্ড আপ করা-

বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে কমিউনিটি গঠন করা বেশ গুরুত্বপূর্ণ। আর পিন্টারেস্ট এই প্ল্যাটফর্মে আপনাকে কমিউনিটি বিল্ড আপ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করে।

আপনি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট কন্টেন্ট পোস্টের মাধ্যমে খুব সহজে কাস্টমারদের সাথে ইন্টারাক্ট করার সুযোগ পাবেন। যা আপনার কন্টেন্ট রিচ করতে, আপনার ওয়েবসাইটে ট্র্যাফিক বৃদ্ধি করতে এবং আপনার বিজনেসে লিডস সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

৩.কাস্টমারদেরকে নতুন বিষয় শেখানোর মাধ্যমে-

শুনতে বেশ অবাক হলেও সত্য যে পিন্টারেস্ট বর্তমানে কোন অজানা বিষয় শেখার ক্ষেত্রে এবং জানার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এই প্ল্যাটফর্মে টিউটোরিয়াল, ইনফোগ্রাফিক,বিভিন্ন এডুকেশনাল সাইট লিংক আপ করে তাদের চাহিদা অনুযায়ী আপনি তাদের নানান বিষয়ে সেখানে পারেন।

কাস্টমারদের অজানা বিষয়ে শেখানোর মাধ্যমে পার্সোনাল এবং বিজনেস ব্র্যান্ডিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে এই প্ল্যাটফর্মটি। পরস্পর কন্টেন্ট শেয়ারিং এর মাধ্যমে আপনি খুব সহজে আপনার কাস্টমারদের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারেন।

ওয়েবসাইট ট্র্যাফিক এবং অনলাইন সেলস বৃদ্ধি-

পিন্টারেস্ট ভিজুয়্যাল কন্টেন্ট পোস্ট করার মাধ্যমে খুব সহজে বিজনেস প্রতিষ্ঠান হিসেবে গ্রো করার সুবিধা প্রদান করে। যেখানে টেক্সট কিংবা কিংবা ভিজুয়্যাল কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট লিংক যুক্ত করে দিতে পারেন। যা আপনার কাস্টমারদের কাছে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে সাহায্য করে।

এই প্ল্যাটফর্মটি আপনার মার্কেটিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এর পাশাপাশি আপনার বিজনেস সেলস বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই আজকাল বেশিরভাগ ব্র্যান্ডসমূহ পিন্টারেস্টের মাধ্যমে প্রোডাক্ট পাশাপাশি পাশাপাশি ভিজুয়্যাল কন্টেন্ট শেয়ারিং এর মাধ্যমে কাস্টমারদের কাছে জনপ্রিয়তা অর্জন করছে।

  • কীভাবে Pinterest মার্কেটিং করবেন?

বিজনেসের সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সাধ্যের মধ্যে কার্যকরী একটি মার্কেটিং টুলস হল পিন্টারেস্ট। যা একই সাথে আপনার বিজনেসকে প্রচারের মাধ্যমে অধিক লিডস সংগ্রহ করার লক্ষ্যে এবং আপনার বিজনেসকে শীর্ষস্থানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অন্যান্য যেকোনো সোশ্যাল মিডিয়ার তুলনায় বিজনেসকে সম্প্রসারণের লক্ষ্যে পিন্টারেস্ট বেশ দ্রুতগতিতে পণ্যের প্রচারণা চালাতে সক্ষম।

আপনার যদি একটি ক্ষুদ্র ব্যবসা দিয়ে বিজনেস ওয়ার্ল্ডে পদার্পণ করতে চান সেক্ষেত্রে আপনাকে সবার প্রথমে পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে আপনার বিজনেস ওয়ার্ল্ডে পদার্পণ করা উচিত।

কীভাবে পিন্টারেস্ট আপনার বিজনেসের প্রচারণা ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে আপনার বিজনেসের সেলস বৃদ্ধিতে সাহায্য করবে চলুন তাহলে জেনে আসা যক –

১.একটি কাল্পনিক গল্প দিয়ে শুরু করুন-

পিন্টারেস্ট আপনার ব্র্যান্ডকে একটি ভিজুয়্যাল স্টোরির মাধ্যমে আপনার কাস্টমারদের কাছে বর্ণনা দিতে সাহায্য করবে। আজকাল বেশিরভাগ বিজনেস ছবি কিংবা ভিডিও এর মাধ্যমে পণ্যের প্রচারণা করলেও পিন্টারেস্ট এমন একটি মাধ্যমে যা আপনার ব্র্যান্ডের উত্থান, আপনার প্রোডাক্ট আপনার সফলতাকে একটি গল্প আকারে আপনার টার্গেট কাস্টমারদের কাছে বিবরণ দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে।

ক্ষুদ্র বিজনেস সমূহ পিন্টারেস্ট বেশ ভিন্নভাবে উপস্থাপন করতে শেখায় যা গ্রাহকদের কাছে পপুলারিটি বৃদ্ধির ক্ষেত্রে বেশ সাহায্য করে।

২.সহযোগিতা পরায়ণ মনোভাব গড়ে তুলুন-

সোশ্যাল মিডিয়া এমন একটি প্লাটফর্ম যা আপনার ব্যান্ডকে অন্যান্য ব্যান্ডের প্রতি সহমর্মিতা প্রদর্শনের পরিপূর্ণ সুযোগ প্রদান করে। পিন্টারেস্ট তার ব্যতিক্রম নয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি খুব সহজে আপনার টার্গেট অর্ডিয়েন্সকে রিচ করতে পারবেন। বিভিন্ন গ্রুপের সাথে চ্যাটের মাধ্যমে ,পরস্পর সাথে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে তাদের সমস্যাসমূহ আলোচনা করতে পারবেন এবং তা সমাধানের লক্ষ্যে কাজ করতে পারেন।

বিভিন্ন ইনফরমেটিভ কন্টেন্ট, বিহাইন্ড দা সিন ভিডিও এর মাধ্যমে আপনি তাদের কাছে প্রদর্শন করতে পারেন যে আপনি তাদের কি পরিমাণ সাপোর্ট দিচ্ছেন, কি পরিমাণ সহযোগিতা প্রদর্শন করতে পারছেন। ফলে আপনার এই মনোভাব তাদেরকে আপনার ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট করতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করবে।

৩.আপনার ব্লগ পোস্ট ফিচার করুন-

আপনি পিন্টারেস্টের মধ্যে মার্কেটিং কৌশল হিসেবে আপনার ব্লগ পোস্ট এবং কন্টেন্টে নানানধর্মী অফার যুক্ত করতে পারেন। উদাহরণস্বরূপ আপনি পিন এ কোনো ভিডিও কিংবা ছবি দিয়ে নিচে “বিস্তারিত জানতে ক্লিক করুন” পোস্ট করার মাধ্যমে আপনার ব্লগের লিংক দিলে খুব সহজে কাস্টমার আপনার ভিজ্যুয়াল কন্টেন্ট দেখতে পারবে।

যা শুধু আপনার কন্টেন্ট কিংবা আপনার ব্লগ পোস্টকে প্রমোট করছে তা নয়। যা আপনার ওয়েবসাইটের ভিজ্যুয়াল কন্টেন্টকে ডিরেক্টলি প্রমোট করছে।

৪.আপনার কাজ সহজ করুন এবং আপনার দক্ষতা তুলে ধরুন-

ক্ষুদ্র বিজনেসসমূহকে নিজের কাজকে একটি প্লাটফর্মের আলোকে তুলে ধরার একটি সর্বোত্তম মাধ্যম হল পিন্টারেস্ট। এটি এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের আলোকে ক্ষুদ্র প্রতিষ্ঠানসমূহ নিজেদের কাজকে এবং দক্ষতাকে সকলের সামনে প্রেজেন্ট করার এক পরিপূর্ণ সুযোগ পায়।

ক্ষুদ্র প্রতিষ্ঠাসমূহ যদি নিজের কাজ,ইনফোগ্রাফিক,ডাটা ভিজুয়্যালেশন এবং ব্লগ পোস্টার আকারে সকলের সামনে প্রেজেন্ট করে তাহলে কাস্টমারদের কাছে ব্র্যান্ড ভ্যালু যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনিভাবে কাজের পরিপূর্ণ স্বীকৃত পাওয়া যায়। এতে কাস্টমার যেমন আপনার অর্জন সম্পর্কে জানবে তেমনিভাবে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে। যা আপনাকে বিজনেস ওয়ার্ল্ডে নিজের আসন পাকাপোক্ত করতে এবং বিজনেস ডেভেলপমেন্টে সাহায্য করবে।

৫.বিজনেসে ট্র্যাফিক বৃদ্ধি-

আপনার বিজনেস ওয়েবসাইটে ট্র্যাফিক বৃদ্ধির ক্ষেত্রে পিন্টারেস্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করে। যা বিজনেসে ডেটা সংগ্রহ করতে এবং বিজনেস ওয়েবসাইটের URL আপনার প্রোফাইলে পিন বা বোর্ড হিসেবে শেয়ার করতে পারেন। যা আপনার বিজনেসের ব্র্যান্ডিং এর পাশাপাশি বিজনেসকে রিচ করতে সাহায্য করে।

৬.মার্কেট রিসার্চ-

একটি বিজনেস ঠিক কোন ধরনের প্রোডাক্ট স্টক করা উচিত তা জানার একটি উপযুক্ত মাধ্যম হল পিন্টারেস্ট। এত ক্ষুদ্র ব্যবসায়ীদের জানাতে সাহায্য করে যে তাদের টার্গেট অর্ডিয়েন্স কারা ?তারা কি চাচ্ছে?কি ধরনের প্রোডাক্টের দিকে ঝুঁকছে সে সম্পর্কে জানতে এবং সে সকল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করার ধারণা প্রদান করে।

পিন্টারেস্টের মাধ্যমে আপনি খুব সহজে আপনার কম্পিটিটর এর অবস্থান সম্পর্কে জানতে পারবেন এবং সে অনুযায়ী ভিন্নভাবে নিজের প্রোডাক্ট নিয়ে বিজনেসে ভিন্নভাবে প্রচারণা চালাতে পারবেন। আপনার কম্পিটিটররা ঠিক কি ধরনের ট্যাকটিকস ব্যবহার করছে এবং কীভাবে তারা তাদের তাদের টার্গেট অর্ডিয়েন্সকে রিচ করতে পারছে সে সম্পর্কে জানার ক্ষেত্রে এবং বোঝার ক্ষেত্রে আপনাকে সাহায্য করে। এছাড়াও আপনি তাদের সাথে পারস্পরিক যোগাযোগের মাধ্যমেও তাদের কন্টেন্ট সম্পর্কে জানতে এবং সে সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন।

  • উপসংহার:

বর্তমান সময়ে একটি শক্তিশালী মার্কেটিং টুল হিসেবে পরিচিতি এক নাম হল পিন্টারেস্ট। এটি একটি ব্র্যান্ডকে অর্গানিকভাবে সচেতন করতে,বিজনেস বুস্ট করতে ,সেলস বৃদ্ধি করতে এবং টার্গেট অর্ডিয়েন্স এর সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক প্রতিস্থাপনের সাহায্য করে। তাই যেকোনো বিজনেসকে বুস্ট আপ করার ক্ষেত্রে আলোচিত পদ্ধতিগুলো গ্রহণের মাধ্যমে আপনি আপনার বিজনেসের সফলতা অর্জন করতে পারেন। তাই বিজনেসকে সফলতার চূড়ান্ত শিখরে আরোহণের ক্ষেত্রে আজই শুরু করুন Pinterest মার্কেটিং।


Your Online Business Partner.

ডোমেইন রেজিঃ করুন মাত্র ৪৯ টাকায়…

.com, .net, .org, .me, .media, domains, .computer, .digital, .ltd, .school, .university, .clinic, .tv, xyz, .help সহ আরো প্রায় ১৫০০ নতুন ডোমেইন পাওয়া যাচ্ছে । স্বল্প মূল্যে আপনার পছন্দের ডোমেইনটি রেজিঃ করার এখনই সুবর্ণ সুযোগ। ৳ ৪৯ টাকার অফারটি শুধুমাত্র ১ম বছরের জন্য ও  বাংলাদেশ সরকার অনুমোদিত কোম্পানি , এনজিও , ফাউন্ডেশন, সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠান এর ক্ষেত্রে প্রযোজ্য।

আমরা যে সকল ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি করে থাকিঃ

✪ কোম্পানীর ওয়েবসাইট                                                            ✪ মুদির দোকান ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪ নিউজ পেপার ওয়েবসাইট                                                        ✪ ট্র্যাভেল এজেন্সি উইথ প্যাকেজ বুকিং সফটওয়্যার

✪  ফ্যাশন হাউসের ওয়েবসাইট                                                    ✪ পয়েন্ট অফ সেল, টিকেট বুকিং সফটওয়্যার

✪  ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট                                                  ✪ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজ্ম ওয়েবসাইট                                         ✪ ব্লাড ডোনেসন ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  বিউটি পার্লার এবং জিমের ওয়েবসাইট                                      ✪ ইনভেন্টরী এন্ড স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  ফাইনেন্সিয়াল এসোসিয়েশন ওয়েবসাইট                                    ✪  গার্মেন্টস ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  ইন্টেরিয়র ডিজাইন কোম্পানী ওয়েবসাইট

আরো জানতে ও সেবা পেতে এখুনি রিসেলার, অফিসে সরাসরি যোগাযোগ করুন।

আকর্ষণীয় কমিশনে রিসেলার দেয়া হচ্ছে…

ন্যানো সুপার টেক পয়েন্ট লিমিটেড

⌂ প্রধান কার্যালয়ঃ উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ nanosupport@lukiye.com

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

Post a Comment

0Comments

Post a Comment (0)